kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

তিন মাস পর বিয়ের খবর

রংবেরং প্রতিবেদক   

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন মাস পর বিয়ের খবর

ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ। ২০ জানুয়ারি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যে দুবাইয়ে মধুচন্দ্রিমাও সেরেছেন। অথচ তিন মাস ধরে কাউকে কিছু জানতে দেননি! রবিবার খবরটা মিডিয়ায় জানালেন অভিনেত্রী। মৌ বলেন, ‘আমার স্বামীর নাম মিজান। পেশায় ব্যবসায়ী। যুক্তরাজ্যে থাকে। এক কমন বন্ধুর মাধ্যমে মিজানের সঙ্গে পরিচয় হয়েছিল। পরে সে আমাকে পছন্দের কথা জানায়। আমিও পরিবারকে বিষয়টি বলেছিলাম। দুই পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়েছে।’

নাজিরা মৌ ২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। পরের বছর নাটক দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। ওপার বাংলার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এর মধ্যে শুটিং শেষ হয়েছে ছবিটির। শিগগিরই মুক্তি পাবে বলে জানালেন মৌ।