kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

আরো খবর

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

ফোবে ওয়ালার-ব্রিজ

►    মামুত্তি অভিনীত হরর ছবি ‘দ্য প্রিস্ট’ সরাসরি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। ১৪ এপ্রিল থেকে দেখা যাবে এই মালয়ালাম ছবিটি।

►    ‘ইন্ডিয়ানা জোন্স ৫’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বাফটা এবং এমিজয়ী ব্রিটিশ অভিনেত্রী ও চিত্রনাট্যকার ফোবে ওয়ালার-ব্রিজ। হালের আলোচিত দুই সিরিজ ‘ফ্লিবাগ’-এ অভিনেত্রী ও ‘কিলিং ইভ’-এর লেখিকা হিসেবে দারুণ খ্যাতি পেয়েছেন ৩৫ বছর বয়সী ফোবে।

►    অ্যাপলের সিরিজ ‘কনফেশন অব আ ডেনজারাস মাইন্ড’-এ অভিনয় করবেন জাস্টিন টিম্বারলেক। অন্যদিকে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ৩৯’-এ দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচকে।

►    ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার জিতেছেন ক্লোয়ি ঝাও (নোমাল্যান্ড)। দ্বিতীয় এশিয়ান হিসেবে এ পুরস্কার জিতেছেন তিনি।

►    ‘বিটিএস’-এর বহুল প্রতীক্ষিত অনলাইন কনসার্ট তারিখ ‘ব্যাং ব্যাংক কন’ হবে ১৭ এপ্রিল।