kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

বরফ গলল কঙ্গনা-তাপসীর

রংবেরং ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএক বছর ধরেই কঙ্গনা রানাওয়াত ও তাপসী পান্নুর সম্পর্ক সাপে নেউলে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে তাপসী পান্নুকে আক্রমণ করেছেন কঙ্গনা। কথিত বলিউড মাফিয়াদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছেন। এর পর থেকেই টুইটারে দীর্ঘদিন চলছে তাঁদের কথার লড়াই। তবে সম্ভবত সেই তিক্ত অধ্যায়ের শেষ হতে চলেছে। এবারের ফিল্মফেয়ারে ‘থাপ্পড়’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাপসী। দিন দুই আগে সেই পুরস্কার নেওয়ার ভিডিও ভাইরাল হয়। পুরস্কার গ্রহণ করে মনোনয়ন পাওয়া দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান, কঙ্গনা রানাওয়াতকে ধন্যবাদ দেন তাপসী! কঙ্গনার নাম উল্লেখ করে বলেন, ‘কঙ্গনা তোমাকে অনেক ধন্যাবাদ, প্রতিনিয়ত তুমি নিজের সীমানা আরো বড় করছ। পারফরম্যান্স দিয়ে তুমি প্রতিবছরই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ।’ এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তরা অপেক্ষায় ছিল কঙ্গনার প্রতিক্রিয়ার। অবশেষে তিনি টুইট করেন, সবাইকে অবাক করে তাপসীকে প্রশংসায় ভাসান, ‘অনেক ধন্যবাদ তাপসী। এবারের ফিল্মফেয়ার তোমার পাওনা ছিল। তোমার চেয়ে যোগ্য কেউ ছিল না।’ এই কিছুদিন আগেই ভারতের আয়কর বিভাগের অভিযানকে কেন্দ্র করে তাপসীকে ধুয়ে দিয়েছিলেন কঙ্গনা। হঠাৎ এমন কী হলো যে দুজনই সব ভুলে গেলেন? এ নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা থাকলেও বিষয়টি কেউই খোলাসা করেননি।

সূত্র : বলিউড হাঙ্গামা