kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

পায়ের ছাপ রাখতে দেশে রাখি

রংবেরং প্রতিবেদক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপায়ের ছাপ রাখতে দেশে রাখি

মাহবুবা ইসলাম রাখি

আট বছর আগে দেশ ছাড়ার সময় মাহবুবা ইসলাম রাখি বলেছিলেন, অভিনয়ের টানে দেশে ফিরে আসবেন। কথা রেখেছেন সাবেক লাক্স তারকা। দেশে ফিরেই প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। গতকাল ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মাননুর ‘পায়ের ছাপ’ ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাখি।

২০১০ সালে ‘লাক্স সুপারস্টার’ বিজয়ী হওয়ার পর টানা আড়াই বছর মডেলিং-অভিনয়-উপস্থাপনা করেছেন রাখি। ২০১৩ সালে প্রকৌশল বিষয়ে স্নাতক করতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানকার এডিথ কোয়ান ইউনিভার্সিটি থেকে পুরকৌশলে স্নাতক তো করেছেনই, পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলরস টপ ১০০ স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ও। গত বছর পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্বও।

গতকাল শুটিংয়ের ফাঁকে মুঠোফোনে রাখি বলেন, ‘২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মাননু ভাইও এই ছবির শুটিং করতে আমেরিকা থেকে দেশে ফিরেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের লক্ষ্যে পৌঁছানোর গল্প নিয়ে ছবিটি। আমিই করছি মূল চরিত্র। ছবিটি নিয়ে আমি সত্যি এক্সাইটেড। ছবিটির শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়। শিগগিরই ফিরব নতুন কাজের খবর নিয়ে।’

পরিচালক সাইফুল ইসলাম মাননুর দ্বিতীয় ছবি ‘পায়ের ছাপ’। তাঁর প্রথম ছবি ‘পুত্র’ ২০১৮ সালের জাতীয় পুরস্কারের ১১টি শাখায় বিজয়ী হয়েছিল। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘পায়ের ছাপ’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক মাননু নিজেই। রাখি ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায় চৌধুরী, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি, গাজী আব্দুর নুর প্রমুখ।