kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

নিজের নামে ওয়েবসাইট

রংবেরং ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজের নামে ওয়েবসাইট

দীপিকা পাড়ুকোন

বলিউড তারকাদের মধ্যে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট খোলার খুব একটা চল নেই। তবে ব্যতিক্রম দীপিকা পাড়ুকোন। ৮ এপ্রিল নিজের নামে [www.deepikapadukone.com] ওয়েবসাইট চালু করেছেন ‘পদ্মাবৎ’ অভিনেত্রী। নিজের পেশাগত কাজ, নানা সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে ভক্তদের জানাতেই এই সাইট। ওয়েবসাইট শুরুর ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় দীপিকা বলেন, ‘অবশেষে আমার ওয়েবসাইট যাত্রা শুরু করছে। বেশ কয়েক মাস ধরে কাজ চলছিল। তবে মহামারির কারণে যথাসময়ে শুরু করতে পারিনি। আমি বিশ্বাস করি, এই সাইট আমার ব্যক্তিত্বের আরেকটি প্রকাশ। আশা করি, সবাই এটি উপভোগ করবেন।’

ওয়েবসাইটটিতে ‘অ্যাবাউট দীপিকা’, ‘লেটেস্ট’, ‘গ্যালারি’সহ বেশ কয়েকটি ট্যাব আছে, যেখানে অভিনেত্রীর সংক্ষিপ্ত জীবনী, নতুন কাজের খবর, ছবি ইত্যাদি পাওয়া যাবে। এ ছাড়া আছে ‘দীপিকাডটটিভি’ নামের একটি বিভাগও, যেখানে নানা বিষয়ে অভিনেত্রীর ভিডিও বার্তা পাওয়া যাবে। সে জন্য হতে হবে ওয়েবসাইটটির সদস্য।

সূত্র : ডিএনএ