kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

শোবিজে করোনা

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশোবিজে করোনা

এস এম মহসীন

প্লাজমা দরকার

করোনায় আক্রান্ত অভিনেতা এস এম মহসীনের অবস্থার আরো অবনতি হয়েছে। জরুরি ভিত্তিতে তাঁর ‘এ পজিটিভ’ প্লাজমা দরকার। তবে সংরক্ষিত প্লাজমায় কাজ হচ্ছে না। এই রক্তের গ্রুপের কেউ সদ্য করোনা নেগেটিভ হলে প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এ হক অলীক।

 

গোবিন্দ

নেগেটিভ গোবিন্দ

কয়েক দিন আগে করোনাক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন গোবিন্দ। এবার ভক্তদের দিলেন সুখবর। ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই জানিয়েছেন কভিড টেস্টে নেগেটিভ হওয়ার খবর।

 

প্রেক্ষাগৃহেই ছবি দেখতে চান কৃতি

গেল বছর করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি ছিলেন। পরে শুটিং শুরু করেই আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে কৃতি শ্যানন যখন কাজে মন দেবেন তখন ফের বাড়ছে সংক্রমণ। একের পর এক ছবির মুক্তি স্থগিত হচ্ছে। এই অনিশ্চয়তায় হতাশ কৃতি শ্যানন। তবে যাই হোক, অপেক্ষা করে প্রেক্ষাগৃহেই ছবি মুক্তির পক্ষে মত দিয়েছেন অভিনেত্রী। কৃতির ‘মিমি’, ‘বচ্চন পাণ্ডে’সহ বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

২৫ বছর বয়সীদের টিকা দেওয়ার আর্জি

ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কয়েক দিন ধরে এক লাখের ওপরে নতুন রোগী ধরা পড়ছে। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২৫ বছর বয়সীদেরও টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছেন সনু সুদ।