kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

দেশে ফিরেই বিশ্রামে

রংবেরং প্রতিবেদক   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ফিরেই বিশ্রামে

মুম্বাইয়ে ২০ জানুয়ারি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং করে ৫ এপ্রিল নীরবে দেশে ফিরলেন আরিফিন শুভ। শ্যাম বেনেগালের এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। টানা শুটিং করে ক্লান্ত, তাই বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকতে চান শুভ। আর এ কারণেই তাঁর দেশে ফেরার খবর ঘটা করে প্রকাশ করতে চাননি অভিনেতা।

 শুভ বলেন, “এখনো বঙ্গবন্ধুর মাঝেই ডুবে আছি। বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে, সবাইকে ‘না’ করে দিয়েছি। প্রায় তিন মাস পরিবার থেকে দূরে ছিলাম। এখন পরিবারকে সময় দেওয়াটা আমার কর্তব্য। ঈদ পর্যন্ত বাসাতেই থাকতে চাই।”

 সেপ্টেম্বরে বাংলাদেশে ‘বঙ্গবন্ধু’র বাকি অংশের শুটিং করবেন বলে জানিয়েছেন শুভ। তখনো প্রায় দেড় মাস টানা শুটিং করতে হবে তাঁকে।