kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

হচ্ছে না সুচিত্রার বায়োপিক

রংবেরং ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহচ্ছে না সুচিত্রার বায়োপিক

রাইমা সেন

৬ এপ্রিল ছিল মহানায়িকার জন্মদিন। অনেকে অপেক্ষায় ছিলেন এদিন হয়তো জানা যাবে সুচিত্রা সেনের বায়োপিক নিয়ে নতুন কোনো অগ্রগতি। ঘোষণা এসেছে ঠিকই, তবে সেটা অগ্রগতির নয়। সুচিত্রার নাতনি রাইমা সেন ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বায়োপিক হচ্ছে না! ‘না, ওই বায়োপিকটি আর হচ্ছে না,’ বলেন রাইমা। মহানায়িকার প্রয়াণের পর বেশ ঘটা করে তাঁর বায়োপিকের ঘোষণা দেওয়া হয়েছিল। সেখানে সুচিত্রার ভূমিকায় রাইমার অভিনয়ের কথাও জানানো হয়। কিন্তু হঠাৎই কেন বাতিল হলো প্রজেক্ট? সাক্ষাৎকারে অবশ্য সেসব ব্যাখ্যা করেননি রাইমা। তবে জানিয়েছেন সুচিত্রা সেন বেঁচে থাকতে তাঁর জন্মদিন কিভাবে পালন করতেন সে কথা, ‘আমরা উনার পাশের ফ্ল্যাটেই থাকতাম। জন্মদিনে নিজের পছন্দের নানা বাঙালি খাবার তৈরি করতেন। দুপুরে সবাই একসঙ্গে খেতাম। আমরা বড় হওয়ার পরও এই রীতি চালু ছিল। তবে জন্মদিনে শুধু পরিবারের সদস্যরাই থাকত। বেশির ভাগ জন্মদিনে রাতেও আমরা একসঙ্গে খাবার খেয়েছি।’

মন্তব্যসাতদিনের সেরা