kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

বন্ধু যখন পেঁচা

রংবেরং ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবন্ধু যখন পেঁচা

সালমা হায়েক

সালমা হায়েক একজন সুপরিচিত প্রাণীপ্রেমী। তাই বছর দুই আগে যখন বন্য প্রাণী নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনের প্রস্তাব পান, অভিনেত্রী সানন্দে রাজি হয়ে যান। সেই বিজ্ঞাপনে মেক্সিকান তারকার সঙ্গে ছিল একটি পেঁচা। পাখিটিকে সালমার এতটাই পছন্দ হয় যে তিনি সেটিকে দত্তক নেন। বাড়ি নিয়ে এসে স্বামী ফ্রঁসোয়া-অঁরি পিনোকে উপহার দেন। তাঁর কম্পানির নাম অনুসারে পেঁচার নাম দেন কিরং। স্বামীকে উপহার দিলেও আদতে কিরং বনে যায় সালমার সব সময়ের সঙ্গী। সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিন বিশেষ প্রবন্ধ ছেপেছে সালমাকে নিয়ে। সেখানে পেঁচার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বিস্তারিত বলেছেন ‘ফ্রিদা’ অভিনেত্রী, ‘ও বলতে গেলে আমার সব সময়ের সঙ্গী। আমার স্বামী শহরের বাইরে থাকলে আমার সঙ্গেই ঘুমায়। ঘুমের আগে আমার সঙ্গে আইপ্যাডে সিনেমা উপভোগ করে। ওর রুচিও বেশ। ভালো মানের ওয়াইন পছন্দ করে।’ মহামারির এই কঠিন সময়ে কিরংকে নিজের অন্যতম প্রেরণা হিসেবেও উল্লেখ করেন সালমা, ‘ও পাশে থাকলে অন্য রকম একটা শক্তি পাই। সে আমার কাঁধে, হাতে, বাহুতে বসে থাকে। সব সময়ই আমাকে স্বাগত জানায়, কখনো অভিযোগ করে না।’

 

সূত্র : পিপলডটকম

মন্তব্যসাতদিনের সেরা