kalerkantho

মঙ্গলবার । ১২ শ্রাবণ ১৪২৮। ২৭ জুলাই ২০২১। ১৬ জিলহজ ১৪৪২

অতি উত্তম

রংবেরং ডেস্ক   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅতি উত্তম

অনেক দিন ধরেই গুঞ্জন উত্তম কুমারকে নিয়ে ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায়। কে হচ্ছেন মহানায়ক সেটা নিয়েও ছিল জল্পনা। অবশেষে জানা গেল ছবির বিস্তারিত। সৃজিতের ছবির নাম ‘অতি উত্তম’। এটা ঠিক উত্তমের বায়োপিক নয়। মহানায়ক ও তাঁর এক ভক্তের গল্প। ভক্তটি প্রেমসংক্রান্ত জটিলতায় পড়লে উত্তম কুমারের দ্বারস্থ হন। এরপর কী হয় তাই নিয়ে গল্প। ছবির সবচেয়ে বড় চমক উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন মহানায়ক স্বয়ং। পরিচালক জানিয়েছেন, উত্তম কুমারের ৫৪টি ছবির ফুটেজ ও ভিএফএক্স ব্যবহার করে পর্দায় জীবন্ত করে তোলা হবে প্রায়ত নায়ককে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে না পরিচিত কোনো মুখকে। থাকছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, জিনা তরফদারের মতো নতুন শিল্পীরা। উত্তমের ছবি নিয়ে নানা গবেষণার পর তিন বছর ধরে ‘অতি উত্তম’-এর চিত্রনাট্য লিখেছেন সৃজিত। এই ছবি দিয়ে পরিচালক উত্তমকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চান। “প্রথম ছবি ‘অটোগ্রাফ’ যেমন সত্যজিৎ রায় ও উত্তমবাবুর প্রতি ট্রিবিউট ছিল, উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাঁকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছি,” বলেন সৃজিত।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা