kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

ভক্তদের সঙ্গে একদিন

রংবেরং প্রতিবেদক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভক্তদের সঙ্গে একদিন

গত বছরের ৩ মার্চ ফেসবুকে নাদিয়া আহমেদ অফিশিয়াল ফ্যানস ক্লাব গড়েছিল এই মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পীর ভক্তরা। ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে সদস্যরা। ৫ মার্চের সেই আয়োজনে সারা দেশের বিভিন্ন জেলার ভক্তরা হাজির হয়। কেউ এনেছে কেক, কেউ এনেছে নানা রকম উপহারসামগ্রী। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন নাদিয়া। ভক্তদের কয়েকজন তাঁকে নিয়ে গানও বেঁধেছে। ভক্তদের আজব সব আবদার ও গল্প শুনে ভীষণ আপ্লুত হয়েছেন নাদিয়া। বলেন, ‘সেদিন আমার ব্যক্তিগত জরুরি কিছু কাজ ছিল। ভক্তদের ভালোবাসা উপেক্ষা করা সম্ভব হয়নি বলেই বহুকষ্টে সেদিনের অনুষ্ঠানে হাজির হয়েছি। তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এই ভক্তদের অনেকে কেবল আমার সঙ্গে দেখা করার জন্যই প্রথমবার ঢাকায় এসেছে। তাদের সবার সঙ্গে কাটানো সময়টা ছিল সত্যি অন্য রকম ভালোলাগার। আমার ফ্যান ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা।’

মন্তব্য