kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

রংবেরং প্রতিবেদক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর সাহায্য কামনা

‘ঘাটের মাঝি’, ‘দেশদ্রোহী’, ‘প্রেম দিওয়ানা’, ‘গরীবের সংসার’, ‘স্বপ্নের নায়ক’সহ অনেক ছবির অভিনেতা শাহীন আলম। অভিনয়কে বিদায় জানিয়েছেন প্রায় এক দশক আগে। রাজধানীর গুলিস্তানে কাপড়ের ব্যবসা করে ভালোই চলছিল তাঁর। পাঁচ বছর ধরে কিডনির জটিলতায় ভুগছেন শাহীন। দীর্ঘদিন ডায়ালিসিস করিয়েছেন। দুটি কিডনিই এখন বিকল হওয়ার পথে। সেই সঙ্গে ধরা পড়েছে করোনা। ৬ মার্চ থেকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম বলেন, ‘বাবার ডায়ালিসিসের খরচ মোটামুটি বহন করে আসছিলাম আমরা। কিন্তু এবারের ধাক্কাটা বেশ বড়। আইসিইউয়ের খরচ বহন করতে হিমশিম খাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতিকর্মীদের পাশে থাকেন বরাবরই, তিনি নিশ্চয়ই আমার বাবার চিকিৎসায় এগিয়ে আসবেন।’

মন্তব্য