এত দিন চলচ্চিত্রজগতেই বিনিয়োগ করতেন প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন ভাষায় তাঁর প্রযোজিত ১০টিরও বেশি সিনেমা মুক্তি পেয়েছে। এবার রেস্তোরাঁ ব্যবসায় টাকা ঢালছেন ভারতীয় অভিনেত্রী। এই মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রা শুরু করবে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’। ইনস্টাগ্রামে রেস্তোরাঁর ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ। সোনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমি উচ্ছ্বসিত। এই রেস্তোরাঁ ভারতীয় খাবারের প্রতি আমার ভালোবাসা তুলে ধরবে। ছোটবেলা থেকে যেসব ভারতীয় খাবারের স্বাদ নিয়ে বড় হয়েছি তার সবই মিলবে এখানে। এ মাসের শেষেই এই খাবারের দোকান চালু হবে, আপনাদের অপেক্ষায় রইলাম।’
জানা গেছে, দুই বছর আগে রেস্তোরাঁ ব্যবসার পরিকল্পনা নেন প্রিয়াঙ্কা। ২০১৯ সালে স্বামী নিক জোনাসের সঙ্গে পূজা দিয়ে রেস্তোরাঁর নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। গেল বছরে করোনার কারণে অনেক দিন কাজ বন্ধ ছিল। অবশেষে চালু হচ্ছে তাঁর স্বপ্নের প্রজেক্ট।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য