দীর্ঘ বিরতির পর আবার গানের সুর করলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। ‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামের গানটি লিখেছেন অধরা জাহান। সংগীতায়োজনে মানাম আহমেদ। গেয়েছেন আট নারী শিল্পী। তাঁরা হলেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কণা, ন্যানিস, নিশীথা বড়ুয়া, অবন্তী সিঁথি ও আলম আরা মিনু। মিনু বলেন, ‘আগেও বেশ কিছু গানের সুর করেছিলাম। দীর্ঘ বিরতির পর এই গানটির সুর করলাম। সময়-সুযোগ পেলে নিয়মিত সুর করতে চাই। এই গানটি বিশ্বের নারীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে।’ আঁখি আলমগীর বলেন, ‘গানটি লিখেছেন ও সুর করেছেন দুজন নারী। এ কারণে আমার গানটির প্রতি আলাদা দুর্বলতা আছে। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছি। মনে হয়েছে, ভালো একটি গান শ্রোতাদের উপহার দিতে পারব।’
১০ মার্চ গীতিকার অধরার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পাবে। ভিডিও নির্মাণ করেছেন দীপু হাজরা।
মন্তব্য