kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

টাইটানিকও যথেষ্ট ছিল না!

রংবেরং ডেস্ক   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটাইটানিকও যথেষ্ট ছিল না!

কেট উইন্সলেট

আগে বেশ কয়েকটি ছবি করলেও ১৯৯৭ সালে ‘টাইটানিক’ মুক্তির পরই কেট উইন্সলেট হয়ে ওঠেন সারা দুনিয়ার তরুণদের নয়নের মণি। তবে ছবিটি মুক্তির দুই যুগ পর কেট বললেন, হলিউডে তাঁর জায়গা পাকা করার পেছনে ‘টাইটানিক’-এর ভূমিকা কমই! সিনেমা নিয়ে এক গোলটেবিলে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী বলেন, “সত্যি বলতে কি হলিউডকে আমি ভয় পাই। অনেক বড় একটা জায়গা, এখানকার অনেক কিছুই বুঝতে পারি না। হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পেছনে ‘টাইটানিক’-এর ভূমিকা অবশ্যই ছিল, তবে সেটা সামান্য। এর আগে আমি ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ করি, ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’ করেছি। শেষেরটির জন্য ১৯ বছর বয়সে অস্কারে মনোনীতও হয়েছিলাম, কিন্তু সেটাও সমীহ পাওয়ার জন্য যথেষ্ট হয়নি।” তাহলে হলিউডে কিভাবে আজকের অবস্থান তৈরি হলো? সাক্ষাৎকারে কেট জানিয়েছেন সেই কথাও, ‘২৫ বছর বয়সে মা হওয়ার পর থেকে আমার জীবন বদলাতে থাকে। মেয়ের জন্মের দুই বছর পর ২০০৪ সালে ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ মুক্তি পায়। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই ছবি মুক্তির পরই সবাই বলতে শুরু করে, আমি এত ভালো কাজ করতে পারি!”

সূত্র: সিনেমাব্লেন্ড

মন্তব্য