বিটিএসের সদস্যরা
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। সারা দুনিয়ায়ই ছড়িয়ে আছে তাদের প্রচুর ভক্ত। গানের পাশাপাশি অনেক দিন ধরেই নানা সামাজিক কার্যক্রমে যুক্ত ব্যান্ডটি। ২০১৭ সাল থেকে কাজ করছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে। বিটিএস ও ইউনিসেফের সহায়তা চুক্তি ফের নবায়ন করা হয়েছে। ইউনিসেফ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শিশুদের বিরুদ্ধে সহিংসতা, অবহেলার বিরুদ্ধে ইউনিসেফ, বিটিএস ও তাদের প্রযোজনা সংস্থা বিগ হিট এন্টারটেইনমেন্ট আগের মতোই কাজ করবে। একই সঙ্গে শিশু ও তরুণদের আত্মবিশ্বাসী করে তোলার কার্যক্রমও অব্যাহত থাকবে।
বিটিএস ও ইউনিসেফ কয়েক বছর ধরেই ‘লাভ মাইসেলফ’ শীর্ষক প্রচারণা চলাচ্ছে। এই তহবিলেও নতুন করে ১০ লাখ মার্কিন ডলার [প্রায় আট কোটি ৫৩ লাখ টাকা] অনুদান দিয়েছে বিটিএস। ‘কভিড পরিস্থিতি সারা বিশ্বের শিশু-কিশোরদের জন্য কঠিন এক বাস্তবতা তৈরি করছে। শারীরিক ও মানসিকভাবে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে তারা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিটিএসের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই,’ বিবৃতিতে আরো বলে ইউনিসেফ।
সূত্র : ইয়াহু
মন্তব্য