kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

৬৫০ কোটির হিসাবের গরমিল

রংবেরং ডেস্ক   

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৬৫০ কোটির হিসাবের গরমিল

হঠাৎই পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে হানা দিয়েছে ভারতের আয়কর বিভাগ। ৩ মার্চ থেকে শুরু হওয়া অভিযানের পর আয়কর বিভাগের দাবি, তাদের অভিযানে ৬৫০ কোটি রুপি কর ফাঁকির প্রমাণ মিলেছে। অবশ্য এ নিয়ে পরিচালক ও অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনুরাগ ও তাপসীর বাড়িসহ তাঁদের প্রযোজনা সংস্থা, জনসংযোগ অফিস, ট্যালেন্ট এজেন্সির অফিসসহ ২৮টি জায়গায় তল্লাশি চলে। মুম্বাই ছাড়াও একযোগে তল্লাশি চলে পুনে, দিল্লি ও হায়দরাবাদেও। বাদ যায়নি প্রযোজক মধু মন্টেনা, পরিচালক-প্রযোজক বিকাশ বেহেলের অফিসও। অভিযান শেষে আয়কর বিভাগের অভিযোগের তীর অনুরাগ, বিকাশ, মধুর প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর বিরুদ্ধে। আয়কর বিভাগের বিবৃতিতে জানা যায়, কম কর দেওয়ার জন্য কৌশলে বক্স অফিসের প্রকৃত আয় কম দেখানো হতো। ‘লুটেরা’, ‘কুইন’-এর মতো ছবি উপহার দেওয়া এই প্রযোজনা সংস্থা ২০১৮ সালে বন্ধ হয়ে যায়। অনুরাগ ও তাপসী কিছুদিন আগেই একসঙ্গে সাইফাই থ্রিলার ছবি ‘দোবারা’র কাজ শুরু করেছেন। হঠাৎ তাঁদের বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানের কারণ জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, সরকারের ক্রমাগত সমালোচনার মাসুল গুনতে হচ্ছে তাঁদের। গেল কয়েক বছরে নাগরিকত্ব সংশোধন বিল, কৃষি আইন সংশোধন বিলসহ নানা ইস্যুতে সরকারের কট্টর সমালোচক ছিলেন অনুরাগ ও তাপসী।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য