kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

আরো খবর

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦ ‘তাণ্ডব’ কাণ্ডে ক্ষমা চেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। এক বিবৃতিতে উদ্ভূত পরিস্থিতির জন্য দর্শকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। এর আগে বিতর্কের মুখে সিরিজটির কয়েকটি দৃশ্য, সংলাপ পরিবর্তন করে অ্যামাজন।

♦ অ্যামাজন প্রাইমের থ্রিলার ‘হুশ হাশ’-এ দেখা যাবে জুহি চাওলা, কৃতিকা কর্মা, সোহা আলী খানকে।

♦ সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীকে নিয়ে রুমি জাফরির স্থগিত হওয়া ছবি নতুন গতি পেয়েছে। শোনা যাচ্ছে, প্রয়াত অভিনেতার জায়গায় শিগগিরই নতুন অভিনেতার নাম ঘোষণা করা হবে।

♦ ৭৩তম এমি অ্যাওয়ার্ডস হবে এ বছরের ১৯ সেপ্টেম্বর। দেখা যাবে সিবিএস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম ‘পারামাউন্ট প্লাস’-এ।

♦ ‘ডাইনেস্টি’, ‘হাল্ক’খ্যাত অভিনেতা জফ্রি স্কট ৭৯ বছর বয়সে মারা গেছেন।

♦ ‘ডানজেনস অ্যান্ড ড্রাগন’-এ খল চরিত্রে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা হিউ গ্রান্টকে।

মন্তব্য