kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

প্রথমবার ওয়েব সিরিজে

রংবেরং প্রতিবেদক   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার ওয়েব সিরিজে

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। তানিম পারভেজের ছয় পর্বের সিরিজ ‘সিক্স’-এ অভিনয় করছেন এই মডেল-নৃত্যশিল্পী-অভিনেত্রী। তাঁর সঙ্গে সিরিজটিতে আরো পাওয়া যাবে তারিক আনাম খান, অপর্ণা ঘোষ, ইয়াশ রোহান ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিকেও।

ইরোস নাউতে মুক্তি পাবে ‘সিক্স’। এই ওটিটি প্ল্যাটফর্মের বাংলাদেশি পরিবেশক এলবিসি মিডিয়া নির্মাণ করছে সিরিজটি। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস অ্যান্ড সেলস ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, গানচিত্র আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আমরা সিরিজটি নির্মাণ করছি। চট্টগ্রামে চলছে শুটিং। এপ্রিলেই মুক্তি পাবে।’

মন্তব্য