kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

অন্তর্জাল

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল

জিতু জোসেফের সাক্ষাৎকার

১৯ ফেব্রুয়ারি মুক্তির পর ঝড় তুলেছে মালয়ালাম থ্রিলার ছবি ‘দৃশ্যম ২’। এর মধ্যেই ঘোষণা এসেছে তিন ভাষায় রিমেকের, পরিচালক বলছেন তৃতীয় কিস্তির গল্পও তৈরি। এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত পরিচালকের মুখোমুখি হয়েছিলেন সমালোচক ভরদ্বাজ রঙ্গন। তাঁর নেওয়া জিতুর সাক্ষাৎকারটি দেখা যাবে ‘ফিল্ম কম্পানিয়ন সাউথ’ ইউটিউব চ্যানেলে। যেখানে ‘দৃশ্যম ২’ ছাড়াও পরিচালক কথা বলেছেন নানা বিষয়ে।

মন্তব্য