kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

মালবিকার কাছে সব সমান

রংবেরং ডেস্ক   

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমালবিকার কাছে সব সমান

মালবিকা মহানন

এই সময়ের ভারতের আলোচিত অভিনেত্রীদের একজন মালবিকা মহানন। মালয়ালাম, কন্নড়, তামিল সিনেমায় সমান তালে অভিনয় করেছেন। মালয়ালি এই অভিনেত্রীকে দেখা গেছে মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ। তেমনি করেছেন পুরোদস্তুর বাণিজ্যিক ছবি ‘মাস্টার’ও। মালবিকার বলিউড অভিষেক হতে যাচ্ছে ‘যোদ্ধা’ দিয়ে। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের আঞ্চলিক সিনেমাগুলোর জন্য দর্শকদের আরো সহায়তা চান তিনি। ২৭ বছর বয়সী অভিনেত্রী বলেন, “আমি বলিউডের বিরুদ্ধে নই। কিন্তু অনেকেই মনে করেন বলিউডেই ভারতের সবচেয়ে ভালো সিনেমা তৈরি হয়।

আমি এই ধারণার বিপক্ষে। আমার কাছে হিন্দি, তেলেগু, মালয়ালাম, তামিল সব একই পর্যায়ের। বলিউডকে কখনো ‘বড় ভাই’ মনে হয় না।”

২০১৩ সালে অভিষেক হলেও সাত বছরে করেছেন মোট সাত ছবি। সাক্ষাৎকারে এরও কারণ জানালেন মালবিকা, ‘আমি সব সময়ই চরিত্র দেখে কাজ করি। গেল কয়েক বছরে প্রথম সারির বলিউড তারকাদের সঙ্গে বেশ কয়েকটি বড় ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় করিনি। কতগুলো ছবি করলাম সেটা আমার কাছে কোনো বিষয়ই নয়।’

‘যোদ্ধা’য় মালবিকার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী।

মন্তব্য