অভিনেত্রী হিসেবে সফল কুসুম শিকদার। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’-এ মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তিনি গানও করেন। কবিতার বইও বেরিয়েছে তাঁর। এবার গল্পকার কুসুমের অভিষেক ঘটতে যাচ্ছে। তাঁর গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’ প্রকাশ করবে তাম্রলিপি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
কুসুম বলেন, “প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে আছি। নিজেকে সময় দেওয়ার জন্যই গল্প লেখার পেছনে ব্যস্ত থেকেছি। করোনার কারণে এক বছর ঘর থেকে বের হইনি বললেই চলে। যার কারণে লেখালেখিতে কোনো ব্যাঘাত ঘটেনি। লকডাউনে বসেই বেশ কিছু গল্প লিখেছি। এর মধ্যে ‘শরতের জবা’ ও ‘ছায়াকাল’ নিয়ে এই গ্রন্থটি।”
২০০২ সালে ‘লাক্স সুন্দরী’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান কুসুম। শতাধিক টিভি নাটক ছাড়াও অভিনয় করেছেন ‘লালটিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’-এর মতো ছবিতে।
মন্তব্য