kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

বিয়ের ফুল

রংবেরং ডেস্ক   

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের ফুল

হ্যালসি

এক মাস আগে জনপ্রিয় গায়িকা হ্যালসি জানিয়েছেন তিনি প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। এবার হ্যালসি ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ—দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গায়িকার বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রেমিক অ্যালেভ এদিনের সঙ্গে দ্রুতই শুভ কাজ সারবেন তিনি। সূত্রটি আরো জানিয়েছে, হ্যালসি ও অ্যালেভের বিয়ে মার্চেই হয়ে যেতে পারে। মহামারির কারণে বিয়ের তেমন কোনো আনুষ্ঠানিকতা হবে না।

তুরস্কের বংশোদ্ভূত চিত্রনাট্যকার অ্যালেভের সঙ্গে দুই বছর ধরে সম্পর্ক ২৩ বছর বয়সী গায়িকার। গেল বছর লকডাউনের সময় থেকে একসঙ্গে ছবি প্রকাশ করতে থাকেন দুজন।

হ্যালসি এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা। ২০২০ সালের ১৭ জানুয়ারি তাঁর তৃতীয় অ্যালবাম ‘ম্যানিক’ মুক্তি পায়। গেল বছরের অন্যতম ব্যবসাসফল অ্যালবাম এটি।

সূত্র : ইউএসম্যাগাজিনডটকম

মন্তব্য