♦ ‘লাভ স্টোরিজ’-এর পর ফের জুটি হচ্ছেন ভিকি কৌশল-কিয়ারা আদভানি। শশাঙ্ক খৈতানের ‘মিস্টার লেলে’তে দেখা যাবে তাঁদের। শুরুতে ছবিটি করার কথা ছিল বরুণ ধাওয়ান ও সারা আলী খানের।
♦ ‘তাণ্ডব’ কাণ্ডে অ্যামাজন প্রাইমের কর্মকর্তাদের অগ্রিম জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।
♦ কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ে শাহরুখ খানের ‘পাঠান’-এর শুটিং করেছেন সালমান খান।
♦ আনুষ্ঠানিকভাবে ‘আরিয়া ২’-এর ঘোষণা দিয়েছেন সুস্মিতা সেন। গেল বছর এই ওয়েব সিরিজের প্রথম কিস্তি দিয়ে দারুণ আলোচিত হন সুস্মিতা।
♦ নেটফ্লিক্সের সাই ফাই ড্রামা ছবি ‘দ্য মাদারশিপ’-এ অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করবেন হ্যালি বেরি।
♦ অ্যালেক্সিস নোলেন্টের গ্রাফিক নভেল সিরিজ ‘দ্য কিলার’ অবলম্বনে নেটফ্লিক্সের জন্য ছবি বানাচ্ছেন ডেভিড ফিঞ্চার। প্রধান চরিত্রে দেখা যাবে মাইকেল ফাসবেন্ডারকে।
♦ দক্ষিণ কোরিয়ার ওয়েব কনটেন্টে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে নেটফ্লিক্স।
মন্তব্য