পিত্তা কাথালু
নেটফ্লিক্সের প্রথম তেলেগু অরিজিনাল অ্যান্থলজি ছবি ‘পিত্তা কাথালু’ মুক্তি পেয়েছে ১৯ ফেব্রুয়ারি। অ্যান্থলজির চার পরিচালক হলেন নাগ অশ্বিন, বি ভি নন্দিনী রেড্ডি, থরণ ভাস্কর ও সন্দীপ রেড্ডি। অভিনয় করেছেন শ্রুতি হাসান, এশা রেব্বা, আমালা পল, জগপতি বাবু প্রমুখ।
মন্তব্য