kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

প্রেমের জন্য অভিনয় বাদ

রংবেরং ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রেমের জন্য অভিনয় বাদ

এমা ওয়াটসন

‘হ্যারি পটার’ সিরিজ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান এমা ওয়াটসন। হয়ে ওঠেন সারা দুনিয়ার শিশু-কিশোরদের প্রিয় মুখ। ‘হ্যারি পটার’ সিরিজের পর বড় হয়ে এমা উপহার দেন ‘বিউটি অব দ্য বিস্ট’-এর মতো ব্যবসাসফল ছবি। অথচ সেই এমাই নাকি আর অভিনয় করবেন না! অভিনয়ের চেয়ে এখন প্রিয় মানুষের সান্নিধ্যই বেশি উপভোগ করছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ তারকা। ‘ডেইলি মেইল’কে এমার এজেন্ট বলেছেন, ‘সে (এমা) অভিনয়ে আগ্রহী নয়, সম্ভবত তাকে আর পর্দায় দেখা যাবে না। লিওর (প্রেমিক লিও রবিনটন) সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করছে সে। গেল কয়েক মাসে নতুন কোনো প্রজেক্ট হাতে নেয়নি।’ প্রায় দেড় বছর ধরে ব্যবসায়ী লিও রবিনটনের সঙ্গে প্রেম করছেন এমা। এই সময়ে বিভিন্ন সময়ে তাঁদের দেখা গেছে ইউরোপ-আমেরিকার বিভিন্ন শহরে। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দেখা যায় এমাকে। তাঁর এজেন্ট ব্রিটিশ গণমাধ্যমকে আরো বলেন, ‘পাবলিক ফিগার হিসেবে নিজেকে দেখতে চায় না এমা। বিনোদন দুনিয়ার সঙ্গে যোগাযোগও রাখতে চায় না। সম্ভবত পরিবার শুরু করার কথা ভাবছে সে।’ এমা অভিনীত সর্বশেষ ছবি ‘লিটল উইমেন’ মুক্তি পেয়েছিল দুই বছর আগে।

মন্তব্য