kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

বলিউড বক্স অফিসে যুদ্ধ

রংবেরং ডেস্ক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবলিউড বক্স অফিসে যুদ্ধ

মহামরির কারণে গেল বছর দীর্ঘ সময় ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমা। হল খুললেও এখনো বড় কোনো হিন্দি ছবি আসেনি বক্স অফিসে। আগের মতো নিয়মিত হলে ছবি মুক্তি শুরু হচ্ছে মার্চে। এর ফলে শুরু হচ্ছে আরেক ‘যুদ্ধ’। বড় বাজেটের অনেক ছবি মুক্তি পাচ্ছে একই দিনে। গেল বছরের আটকা থাকা ছবি, এ বছরের নির্ধারিত ছবি মিলিয়ে ২০২১ সাল হতে যাচ্ছে ‘বলিউড বক্স অফিসে যুদ্ধের বছর’। শুরুটা হচ্ছে ১৯ মার্চ। এদিন মুক্তি পাবে পরিণীতি চোপড়া-অর্জুন কাপুরের ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ও জন আব্রাহাম-ইমরান হাশমির ‘মুম্বাই সাগা’। প্রতিবছর রোজার ঈদের বড় পর্দায় হাজির হন সালমান খান। এবারও নিয়ম মেনে তিনি আসবেন ‘রাধে-মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে। তাঁকে টক্কর দিতে তৈরি জন আব্রাহামও। একই দিনে মুক্তি পাবে তাঁর ‘সত্যমেব জয়তে ২’। সব প্রযোজকই টার্গেট করেছেন উৎসবের সময়টাকে। বহুদিন ধরেই আলোচনায় প্রভাস ও পূজা হেগড়ের ‘রাধে শ্যাম’। কিছুদিন আগে ছবিটির টিজার অনলাইনে রীতিমতো ঝড় তুলেছিল। টিজার মুক্তির সময়ই ঘোষণা দেওয়া হয় ৩০ জুলাই মুক্তি পাবে ছবিটি। গতকাল খবর আসে, একই দিন মুক্তি পাবে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ’ও। অর্থাৎ প্রভাসের মুখোমুখি আলিয়া ভাট! প্রভাসের ছবিটি বড় বাজেটের রোমান্টিক ছবি। অন্যদিকে তুলনামূলক কম বাজেটে সত্য ঘটনা অবলম্বনে ‘গাঙ্গুবাঈ’ বানিয়েছেন সঞ্জয়লীলা।

বক্স অফিসে আরো বড় টক্কর হবে দিপাবলী, দশোরা উৎসব, ভারতের স্বাধীনতা দিবস ও বড়দিনে। দিপাবলী উৎসবের সময় অক্ষয় কুমারের ‘পৃথ্বিরাজ’ ও শহিদ কাপুরের ‘জার্সি’ মুক্তি পাবে। স্বাধীনতা দিবসে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ও জন আব্রাহামের ‘অ্যাটাক’। অন্যদিকে দশোরা উৎসবের সময় এস এস রাজামৌলি তাঁর ‘আরআরআর’-এর মুক্তি দেবেন। একই সময়ে আসবে অজয় দেবগনের ‘ময়দান’ও। যা নিয়ে দুই ছবির প্রযোজকের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। বড়দিনে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ আসবে, বছরের শেষে মুক্তি পাবে রণবীর সিংয়ের ‘সার্কাস’ও। বড় বড় হিন্দি ছবির লড়াই আরো কঠিন করে তুলতে পারে হলিউড ছবির প্রবেশ। যেমন মে মাসে অক্ষয় কুমারের ‘বেল বটম’-এর সঙ্গে একই দিন মুক্তি পাবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’। বিশ্লেষকরা মনে করেন, বক্স অফিসের ‘লড়াই’তে অনেক বড় বাজেটের ছবি লোকসান গুনতে পারে।

সূত্র : বলিউড হাঙ্গামা

মন্তব্য