জুটোপিয়া : অ্যানিমেটেড। পরিচালক বাইরন হাওয়ার্ড। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, স্টার মুভিজ।
গল্পসূত্র : ছোট-বড় অসংখ্য প্রাণীর বসবাস জুটোপিয়া শহরে। সেখানে যেমন হাতি রয়েছে, তেমনি আছে খরগোশ, শিয়ালসহ আরো অনেকে। জুডি হোপস খরগোশ হিসেবে প্রথম পুলিশ বাহিনীতে যোগ দেয়। প্রখর বুদ্ধির অধিকারী হওয়ায় অল্প দিনে সে সফলতা পায়। কিন্তু তার সফলতা সহ্য করতে পারে না কূটবুদ্ধিসম্পন্ন এক শিয়াল। জুডির পেছনে লাগে সে।
মন্তব্য