১৯৮০ সালে আমজাদ হোসেন নির্মাণ করেন ‘কসাই’। আলমগীর, কবরী, ববিতা, রোজিনা ও জসিম অভিনীত ছবিটি দর্শক-সমালোচকদের মন জয় করে নেয়। চারটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে। এবার একই নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। আই থিয়েটারের প্রযোজনায় নতুন ‘কসাই’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু। সম্প্রতি ‘নবাব এলএলবি’, ‘জানোয়ার’ ও ‘ট্রল’-এ অভিনয় করে তুমুল আলোচিত এই অভিনেতা। মামুন বলেন, ‘অপু ভাই দারুণ অভিনেতা। এবার তাঁকে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি দিয়েছি। তিনিও চরিত্রটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে শুটিং।’
অপু বলেন, ‘একসঙ্গে অনেক ছবি হাতে এসেছে। মোস্তাফিজুর রহমান মানিক, রায়হান রাফি, অনন্য মামুন ভাইয়েরা এই সময়ের মেধাবী পরিচালক। তাঁরা আমার ওপর ভরসা করছেন, আমি সত্যিই কৃতজ্ঞ।’
মন্তব্য