‘এক্সএক্সএক্স’-এর শুটিংয়ে রব কোহেন ও আসিয়া আর্জেন্টো
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘এক্সএক্সএক্স’খ্যাত মার্কিন পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী, পরিচালক আসিয়া আর্জেন্টো। ইতালিয়ান অভিনেত্রী স্থানীয় এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২০০২ সালে ‘এক্সএক্সএক্স’ ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেন কোহেন। হয়রানির কথা জানিয়ে আসিয়া বলেন, ‘আমাকে নেশা জাতীয় কিছু পান করিয়ে অচেতন করা হয়। সকালে ঘুম থেকে উঠে তাঁর বিছানায় নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করি। কী করব বুঝতে পারছিলাম না।’ পুরো বিষয়টি নিয়ে অভিনেত্রী বিস্তারিত লিখেছেন তাঁর আত্মজীবনীতে। ‘অ্যানাটমি অব আ ওয়াইল্ড হার্ট’ নামের বইটি গতকালই প্রকাশিত হয়েছে।
এদিকে রব কোহেনের মুখপাত্র এক বিবৃতিতে আসিয়ার এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘দুজন দীর্ঘদিনের সহকর্মী। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঘটনার এত দিন পর এমন অভিযোগ নিয়ে সন্দেহ হওয়ার মতো যথেষ্ট কারণ আছে।’
সূত্র : বিবিসি
মন্তব্য