♦ ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ দারুণ প্রশংসিত হন রাশেদ মামুন অপু। এর পর থেকেই একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা। শাহীন সুমনের ‘গ্যাংস্টার’-এর পর ২৪ জানুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ ছবিতে।
♦ প্রথমবার বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়েছেন মামনুন ইমন ও ঊর্মিলা শ্রাবন্তী কর।
♦ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২ এপ্রিল। ২৪ জানুয়ারি সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সভাপতি পদে লড়াই করবেন কাজী হায়াত, শাহ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান।
♦ বিক্ষোভরত কৃষকরা পাঞ্জাবে জাহ্নবি কাপুরের ‘গুড লাক জেরি’ ছবির শুটিং বন্ধ করে দিয়েছে। ভারত সরকারের প্রস্তাবিত নতুন কৃষি বিল বাতিলের দাবিতে রাজ্যটিতে অনেক দিন ধরেই বিক্ষোভ করছে কৃষকরা।
♦ মহেশ মাঞ্জরেকরের ‘অন্তিম’-এ সালমান খানের নায়িকা দক্ষিণী প্রজ্ঞা জাসওয়াল।
♦ সৌরভ দাসের পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
♦ আসন্ন অনলাইন কনসার্টেই প্রথম একক সিঙ্গল প্রকাশ করবেন বলে জানিয়েছেন তুমুল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর রোজ।
♦ সন্তানদের দিকে আরো মনোযোগ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিয়েছেন ইভা মেন্ডেস।
♦ দ্রুতই প্রেমিক কার্টার রেউমকে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন প্যারিস হিলটন।
মন্তব্য