‘বুবুজান’ ছবির নামভূমিকায় আছেন মাহিয়া মাহি
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর গণধর্ষণের শিকার হন সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। সেই ঘটনা নিয়ে সিনেমা তৈরি করতে চেয়েছিলেন পরিচালক শামীম আহমেদ রনি। ‘বুবুজান’ নামের ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন মাহিয়া মাহি। বিষয়টি জানার পর পূর্ণিমা শীল বিব্রত বোধ করেন। এমনকি পরিচালকের বিরুদ্ধে মামলা করার কথাও বলেন সংবাদমাধ্যমে। সেটি নজরে আসতেই ছবিটির গল্প বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘বুবুজান’-এর নির্মাতা।
২৪ জানুয়ারি রাতে কাহিনিকার দেলওয়ার হোসেন দিলের সঙ্গে বসেছেন নতুন করে গল্প সাজাতে। রনি বলেন, ‘আমি কারো মনে কষ্ট দিতে চাই না। পূর্ণিমার ঘটনাটি খুব স্পর্শকাতর। বিষয়টি বোঝার পর গল্প পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ছবির নাম এক থাকলেও পটভূমি বদলে যাবে।’
‘বুবুজান’-এ মাহি ছাড়াও অভিনয় করবেন শান্ত খান ও নিশাত সালওয়া।
মন্তব্য