‘আকিরকি কচ’ [দ্য রোড টু ইডেন] ছবির একটি দৃশ্য
গত রবিবার পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের। সমাপনী দিনে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। সেরা ছবির পুরস্কার পায় কিরগিজস্তানের ‘আকিরকি কচ’ [দ্য রোড টু ইডেন]। বিপত্নীক এক সাবেক লেখকের গল্প নিয়ে ছবিটি। সেরা পরিচালক হন রাশিয়ার সেনিয়া লাগুতিনা [ছবি ‘ফারিদা’]। সেরা অভিনেতা তুরস্কের নেজাত আইলার [ছবি ‘নাইন, সেভেনটি ফাইভ]। সেরা অভিনেত্রী কাজাখস্তানের মেরুয়ার্ত সুবুসিনোভা [ছবি ‘মারিয়াম’]
অন্য পুরস্কারের মধ্যে রয়েছে
সেরা চিত্রনাট্যকার : নাসিম আহমাদপোর ও শারাম মোকরি [ইরানের ছবি ‘কেয়ারলেস ক্রাইম’]
সেরা শিশুতোষ ছবি [বাদল রহমান পুরস্কার] : ইরানের ‘তাগানক টিম’।
দর্শক পছন্দে সেরা : গণ্ডি [বাংলাদেশ]
বাংলাদেশ প্যানারোমা সেরা ছবি [ফিপরেস্কি জুরি] : ঊনপঞ্চাশ বাতাস
এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমাটোগ্রাফি : গালবাডরাখ মাতমুখ [মঙ্গোলিয়ার ছবি ‘দ্য ওম্যান’]
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ
সেরা ছবি : সাইপ্রাসের ‘সিনিয়র সিটিজেন’
সেরা তথ্যচিত্র : নরওয়ের ‘সানলেস শ্যাডো’
উইমেন ফিল্মমেকার বিভাগ
স্পেশাল মেনশন : সুইডেনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ইনসিডেন্টস—ওয়ে হোম’
সেরা স্বল্পদৈর্ঘ্য : ইরানের ‘তিরিশকো’
সেরা পরিচালক : মারগারিডা পাইভা [নরওয়ে-ইতালির ছবি ‘দ্য টিল ব্ল্যাক ড্রেস’]
সেরা তথ্যচিত্র : ফরবিডেন চিলড্রেন [রাশিয়া-সিরিয়া]
মন্তব্য