kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

দেড় মাস অফিসে

রংবেরং ডেস্ক   

২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেড় মাস অফিসে

স্বরা ভাস্কর

ওয়েব সিরিজ ‘আপকে কামরে মে কোই রেহতা হ্যায়’-এ অভিনয় করেছেন স্বরা ভাস্কর। মুম্বাই শহরে চার ব্যাচেলরের ঘর খোঁজার কাহিনি নিয়ে সিরিজ। তবে এই সিরিজ করতে গিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা মনে পড়ে গেছে স্বরার। অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই আসার পর মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে ঘর পাওয়া নিয়ে বিপাকে পড়তে হয়েছিল স্বরাকেও। ‘শুরুতে আমাকে চিত্রনাট্যকার আনজুম রাজাবলি স্যারের অফিসে দেড় মাস থাকতে হয়েছিল। কারণ মুম্বাইয়ে ঘরই পাচ্ছিলাম না। রাজাবলি স্যার ছিলেন আমার মায়ের বন্ধু। সেই সুবাদে আমি ও এক বন্ধু মিলে সেখানে আস্তানা গেড়েছিলাম। প্রতিদিন সকাল ৯টার মধ্যেই আমাদের অফিস ছাড়তে হতো। বাসা খোঁজা, অডিশন ইত্যাদি সেরে সন্ধ্যায় ফিরতাম। এই সিরিজে অভিনয় করতে গিয়ে ফের যেন পুরনো দিনে ফিরে গেছি।’ হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্বরা।

মন্তব্যসাতদিনের সেরা