মুখার্জিদার বউ : অভিনয়ে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। পরিচালনা পৃথা চক্রবর্তী। রাত ১১টা ৫৫ মিনিট, জলসা মুভিজ।
গল্পসূত্র : মধ্যবিত্ত বাড়ির এক বউ। সারাজীবন চেয়েছেন ঘরের বাইরে পা রাখতে। সংসারের চাপে পারেননি। অবশেষে ঠিক করেন নিজের মতো করে বাঁচবেন। কিন্তু বাধ সাধেন শাশুড়ি। কারণ নিজের মতো করে বাঁচার স্বপ্ন তাঁরও ছিল, পারেননি সংসারের চাপে!
মন্তব্য