বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল
► ‘ক্লোজআপ ওয়ান কাছে আসার গল্প’ সিরিজে নাটক নির্মাণ করবেন অনম বিশ্বাস, রায়হান রাফি ও শঙ্খদাশ গুপ্ত।
► বাল্যবিয়ে রোধে ভোলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে পুঁথিগানের আসর।
► গতকাল বিয়ের পিঁড়িতে বসেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।
► অ্যাপল প্লাসের টিভি সিরিজ ‘লেসনস ইন কেমিস্ট্রি’তে অভিনয় করবেন ব্রি লারসন।
► এ বছর জনপ্রিয় শো ‘স্যাটারডে নাইট লাইভ’ উপস্থাপনা করবেন অভিনেতা-পরিচালক জন ক্রাসিনস্কি।
► ফের পিছিয়েছে ‘আ কোয়াইট প্লেস’ ও ‘দ্য কিংস ম্যান’ সিক্যুয়ালের মুক্তি। ছবি দুটি এখন মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর ও ২০ আগস্ট।
► গাই রিচির নতুন ছবিতে দেখা যেতে পারে হিউ গ্রান্টকে।
► বিখ্যাত পরিচালক মাইকেল উইন্টারবটমের ‘ড্রামা ফর স্কাই’তে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চরিত্রে দেখা যাবে কেনেথ ব্রানাকে।
মন্তব্য