‘মাশরাফি জুনিয়র’ নাটকের একটি দৃশ্য
পঞ্চাশ পর্বে মাশরাফি জুনিয়র
দীপ্ত টিভিতে আজ প্রচারিত হবে ‘মাশরাফি জুনিয়র’-এর ৫০তম পর্ব। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটকটি। দুই কিশোর-কিশোরীর ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিয়ে ধারাবাহিকটির গল্প লিখেছেন আহমেদ খান হীরক। চিত্রনাট্য আসফিদুল হক, পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, নমনি, হামিম প্রমুখ।
ডান্স ডান্স জুনিয়র
শুরু হয়েছে শিশু-কিশোরদের নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় সিজন। এবার মহাগুরুর ভূমিকায় থাকছেন মিঠুন চক্রবর্তী। বিচারকের আসনে দেখা যাবে দেব ও মনামি ঘোষকে। অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টায় স্টার জলসায়।
মন্তব্য