ডাকোটা জনসন
পর্দায় অভিনেত্রীদের নানা ধরনের চরিত্র করতে হয়। সেটা করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা হয় তাঁদের। এই যেমন মুক্তির অপেক্ষায় থাকা ‘আওয়ার ফ্রেন্ড’ ছবিতে গায়িকার চরিত্র করেছেন ডাকোটা জনসন। তবে ক্যামেরার সামনে গান গাওয়াটা মোটেও সুখকর অভিজ্ঞতা হয়নি ৩১ বছর বয়সী অভিনেত্রীর। অবস্থা এতটাই খারাপ হয় যে গাওয়ার সময় তাঁর প্যানিক অ্যাটাকও হয়। জিমি ফ্যালোনের ‘দ্য টুনাইট শো’তে ভার্চুয়ালি যোগ দিয়ে ডাকোটা বলেন, ‘খুবই ভীতিকর অভিজ্ঞতা ছিল। খুবই নার্ভাস ছিলাম। প্রথমে হেসে ফেলি, পরে কেঁদে দিই। আসলে এত মানুষের সামনে গাওয়াটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। দৃশ্যটা এমন ছিল—আমি একটা নাটকে গাইছি। আমার সামনে-পেছনে অনেক শ্রোতা। চারপাশ থেকে কয়েকটা ক্যামেরা আমার দিকে তাক করা। এটা দেখেই প্যানিক অ্যাটাক হয়। পরে সেটা কিভাবে ঠিক হয় বলতে পারব না। ওই সময় সত্যি ভীষণ ভয় পেয়েছিলাম।’ গেল বছর ‘আওয়ার ফ্রেন্ড’-এর শুটিং হয় আলাবামায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে ডাকোটার সঙ্গে আছেন কেসি অ্যাফ্লেক।
সূত্র : পিপলডটকম
মন্তব্য