গেল আগস্টে সেলেনা গোমেজের রান্নার শো ‘সেলেনা প্লাস শেফ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এইচবিও ম্যাক্সের শোটির দ্বিতীয় সিজন প্রচারিত হয়েছে গতকাল। আগের সিজনে মহামারির সময়ে সুস্থ থাকতে কী ধরনের খাবার কিভাবে খেতে হবে সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবারের সিজনেও সেটা থাকবে। সঙ্গে থাকবে করোনা থেকে সেরে ওঠার পর কী খেতে হবে সেসব পরামর্শ। ১০ পর্বের এই শো আগের সিজনের মতোই তৈরি হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। সেলেনা শুটিং করেছেন নিজের বাড়ির রান্নাঘরে। তাঁর সঙ্গে প্রতি পর্বে ভার্চুয়ালি যোগ দিয়েছেন একজন বিখ্যাত শেফ। শোটির অন্যতম প্রযোজকও সেলেনা। ‘প্রথম সিজনের পর দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। দর্শক অনুষ্ঠানটি দারুণভাবে গ্রহণ করেছে, তাই দ্রুতই দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছি’, এক বিবৃতিতে বলেন গায়িকা।
সূত্র : ইয়াহু
মন্তব্য