kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

বিজ্ঞাপনে সেই চৈতি

রংবেরং প্রতিবেদক   

২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজ্ঞাপনে সেই চৈতি

নব্বই দশকের শেষ দিকে জুঁই নারিকেল তেল ও বার্জার পেইন্টসের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে দারুণ জনপ্রিয়তা পান লামিয়া তাবাস্সুম চৈতি। বার্জারের বিজ্ঞাপনে মনির খান শিমুল বলেন, ‘শোবার ঘরটা নীল হোক।’ চৈতী বলেন, ‘আকাশের মতো?’ রোমান্টিক আবহে তৈরি বিজ্ঞাপনচিত্রটি তুমুল জনপ্রিয় হয়েছিল ওই সময়। পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেওয়ায় মডেলিং-অভিনয়কে বিদায় জানিয়েছিলেন চৈতি। শিক্ষকতা শুরু করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুল মাস্টারমাইন্ডে। এরপর সানিডেলে ছিলেন ১৮ বছর। এখন আছেন সানবিমসে।

দীর্ঘ ১৯ বছর পর ২০১৯ সালে বার্জার পেইন্টসের সেই বিজ্ঞাপনের সিক্যুয়ালে অংশ নেন চৈতি। দুই বছর বিরতির পর এবার নতুন বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ম্যাগি ফিউশন ফ্রাইড রাইস সিজনিং মিক্সের বিজ্ঞাপনচিত্রটি ২১ জানুয়ারি থেকে প্রচারও শুরু হয়েছে। চৈতি বলেন, ‘শিক্ষকতাসহ নানা ব্যস্ততার কারণে মডেলিং-অভিনয়ে নিয়মিত হতে পারি না। ডিসেম্বরে নতুন বিজ্ঞাপনচিত্রটির শুটিং করেছিলাম। প্রচার শুরু হওয়ার পর থেকে ভালোই সাড়া পাচ্ছি। আইডিয়া পছন্দ হলে সামনে টুকটাক মডেলিং করার ইচ্ছা আছে।’

মন্তব্যসাতদিনের সেরা