বাইডেনের অভিষেকে লেডি গাগা
♦ ২৪ জানুয়ারি বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ে হচ্ছে, নিশ্চিত করেছে তাঁদের পরিবার।
♦ কভিড-১৯ প্রতিষেধক নিয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগার।
♦ সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়লা ফেলার ছবি পোস্ট করেছেন রিহানা। ভক্তরা মনে করছেন, হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের প্রতীকী ছবি এটি।
♦ শশাঙ্ক খৈতানের ‘মিস্টার লি’তে বরুণ ধাওয়ানের বদলে চুক্তিবদ্ধ হয়েছেন ভিকি কৌশল।
♦ অক্ষয় কুমারের ‘বেল বটম’ সরাসরি মুক্তি পেতে পারে অ্যামাজন প্রাইমে।
♦ নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে লেডি গাগার পারফরম্যান্সে নজর কেড়েছে তাঁর পোশাকে ব্যবহৃত কাঁটা, যা তৈরি হয়েছে জনপ্রিয় ছবি ‘দ্য হাঙ্গার গেমস’-এর চরিত্র কাটিস এভারডিনের ব্যবহৃত ‘মকিংজে পিন’-এর অনুকরণে। এই কাঁটা গাগা কেন ব্যবহার করেছেন, সেটা জানা যায়নি।
মন্তব্য