২০ জানুয়ারি একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জিয়াউল রোশান। সব কটি ছবিই প্রযোজনা ও পরিচালনা করবেন এমডি ইকবাল। ছবিগুলো হলো ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। তিন ছবির মধ্যে প্রথম শুরু হবে ‘ফাইটার’। মার্চে শুটিং শুরুর অপেক্ষায় থাকা ছবিতে রোশানের সঙ্গে অভিনয় করবেন শিরিন শিলা। অন্য দুই ছবির শুটিং হবে এপ্রিল ও মে মাসে। রোশান বলেন, ‘একসঙ্গে তিনটি ছবি পাওয়া যেমন ভাগ্যের, তেমনি চাপও কাজ করে। ইকবাল আগে শাকিব খানকে নিয়ে ছবি প্রযোজনা করেছেন। তিনি এবার আমাকে সুযোগ দিয়েছেন। অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তবে মুশকিল হলো, আমার বাবা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটা নিয়ে একটু টেনশনে আছি।’
উল্লেখ্য, রোশানের বাবা নূরুল হক ভূঁইয়া ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
মন্তব্য