kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

নিজের ডিজাইন করা পোশাকে

রংবেরং প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজের ডিজাইন করা পোশাকে

নিজের নকশা করা পোশাকে পরী

সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’-এ অভিনয় করছেন পরীমণি। ইফতেখার শুভর পরিচালনায় ছবিটির শুটিং চলছে সাভারে। পুরো ছবিতে নিজের সব পোশাকের ডিজাইন নিজেই করবেন পরী। ১৯ জানুয়ারি একটি পোশাকের ছবিও ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘পোশাকের ডিজাইন আমি করেছি।’ এ প্রসঙ্গে পরিচালক শুভ বলেন, ‘ছবিতে পরীর পোশাক তিনি নিজেই ডিজাইন করবেন। আমি অবশ্য চেয়েছিলাম বিষয়টি চমক হিসেবে থাকুক। কিন্তু শুটিং দেখতে আসা অনেক অতিথি কিছু ছবি ফেসবুকে শেয়ার করে। তখন মনে হয়েছে আর গোপন রাখার কিছু নেই। পরীর ডিজাইন করা পোশাকগুলো আমারও খুব ভালো লেগেছে। পরিচালক হিসেবে আমি তাঁকে ধন্যবাদ জানাই।’ ‘মুখোশ’ ছবিতে পরীর সঙ্গে অভিনয় করছেন রোশান। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে শুটিং।

মন্তব্যসাতদিনের সেরা