১৯৭৭ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে চলে নৃশংস হত্যাকাণ্ড। সেই লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে ধারাবাহিক তথ্যচিত্র ‘নাটের গুরু’। এতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ২ অক্টোবর বাংলাদেশের নবীন বিমানবাহিনী ও সেনাবাহিনীর একাংশে তথাকথিত অভ্যুত্থানের পেছনে আসলে কী ঘটেছিল। বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ বলেন, ‘একেকটি পর্ব একেকজন নির্মাতা তৈরি করেছেন। তাই আলাদা করে কারো নাম দিতে চাই না। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে তথ্যচিত্রটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।’
মন্তব্য