কেট উইন্সলেট
১৯৯৭ সালে ‘টাইটানিক’ আমূল বদলে দিয়েছিল কেট উইন্সলেটের ক্যারিয়ার। গড়পড়তা একজন অভিনেত্রী থেকে সারা দুনিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে মাত্র ২১ বছর বয়সে তারকাখ্যাতি পেয়েও সময়টা স্বস্তির যায়নি অভিনেত্রীর। বরং ‘টাইটানিক’ মুক্তির পর ভীষণ বিব্রতকর সময় কেটেছে! কমেডিয়ান ম্যাক ম্যারনের অডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী বলেন, ‘তখন দিন-রাত ব্রিটিশ গণমাধ্যম আমার সমালোচনায় মেতে ছিল। আমার শরীর [স্থূল] নিয়ে কথা বলত। সত্যি বলতে এটি আমার কাছে ছিল হেনস্তার মতো। প্রতিদিনই প্রার্থনা করতাম, দ্রুত এই ভয়ংকর সময় পার হয়ে যাক।’
কট্টর এই সমলোচনা থেকে তারকাখ্যাতি পাওয়ার ঝক্কি ভালোই বুঝেছিলেন কেট, ‘দুঃস্বপ্নের সেই দিনগুলো একসময় চলে যায়; কিন্তু তারকা মানে কী, সেটি হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়ে যায়। তখন আমি বিখ্যাত হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
সূত্র : ফিমেল ফার্স্ট
মন্তব্য