গতকাল সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদান করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’। পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি সুস্থধারার পারিবারিক, শিশুতোষ ও মুক্তিযুদ্ধের ছবি নির্মাণের আহ্বান করেন।
এবার আজীবন সম্মাননা পেয়েছেন যুগ্মভাবে মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। পুরস্কার নেওয়ার সময় সোহেল রানা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্তদের ভিআইপি ঘোষণার দাবি জানাই। একই সঙ্গে অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের সিআইপি ঘোষণা করা দরকার, দুই বছরের জন্য হলেও। চলচ্চিত্রের সব ধরনের শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার অনুরোধও করছি।’
এবার ২৬ ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। সেরা পরিচালক হয়েছেন তানিম রহমান অংশু, সেরা অভিনেতা তারিক আনাম খান এবং সেরা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ফেরদৌস, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, সাইমন সাদিক, নুসরাত ফারিয়া, লিজা প্রমুখ।
মন্তব্য