কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ
♦ অভিনেতা ডিপজলের সঙ্গে জুটি হয়েছেন মৌ খান। ১৫ জানুয়ারি থেকে ‘মানুষ কেন অমানুষ’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।
♦ ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। করোনার শুরুতে গাজীপুরে একই পরিবারের সব সদস্যের হত্যার ঘটনা নিয়ে নির্মিত ছবিটি দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। ছবির শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা ঝরছে।
♦ ‘মণিকর্ণিকা রিটার্নস—দ্য লিজেন্ড অব দিদ্দা’র ঘোষণার এক দিন পরই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনলেন আশীষ কাওল। কাওল ‘দিদ্দা—দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইয়ের লেখক।
♦ কন্নড় সুপারস্টার যশের ‘কেজিএফ ২’-এর টিজারে ধূমপানের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে কর্ণাটকের স্বাস্থ্য বিভাগ।
♦ কপালে সিঁদুর মেখে জিমে গিয়েছিলেন উর্বশী রাউতেলা। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর বিয়ের গুজব ছড়িয়ে পড়ে।
♦ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নাচবেন জেনিফার লোপেজ, গাইবেন লেডি গাগা।
মন্তব্য