‘১০০তে একশ’ ধারাবাহিকের একটি দৃশ্য
১০০তে একশ
মাছরাঙা টেলিভিশনে রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘১০০তে একশ’। রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠু।
‘সারেগামাপা’য় উদিত-অমিত
জনপ্রিয় সংগীত প্রতিভা অন্বেষণ শো ‘সারেগামাপা’ বাংলায় আজ বিশেষ অতিথি হিসেবে থাকবেন উদিত নারায়ণ ও অমিত কুমার। শোর উপস্থাপক অভিনেতা আবীর চ্যাটার্জি। আজকের পর্বটি দেখা যাবে রাত ১০টায় জি বাংলায়।
মন্তব্য