kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

মনোবিদ হয়েও লাভ হয়নি

রংবেরং ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনোবিদ হয়েও লাভ হয়নি

নিকোল কিডম্যান

গেল বছরের শেষের দিকে টিভি সিরিজ ‘দি আনডুয়িং’ মুক্তি পেয়েই রেকর্ড গড়ে। ‘গেম অব থ্রোনস’-এর পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভিউ পাওয়া সিরিজ। পুরো সিরিজটি এবং প্রধান অভিনেত্রী নিকোল কিডম্যানকে প্রশংসায় ভাসিয়েছিলেন সমালোচকরা। যাতে খুশি হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকোল বলেছেন সিরিজটি শুটিংয়ের সময় জটিলতার কথা। অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় শারীরিক ও মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে সিরিজটি শেষ করতে পারবেন মনে হয়নি। ‘দি আনডুয়িং’-এ মনোবিদের ভূমিকায় অভিনয় করেন নিকোল। পর্দায় মনোবিদ হলেও বাস্তবে নিজের মনকে বশ মানাতে পারছিলেন না অভিনেত্রী, ‘সিরিজের চরিত্রটি নানা দ্বন্দ্বে ভোগে, যে রোগ আমাকেও পেয়ে বসেছিল। এ ছাড়া শারীরিকভাবেও প্রচণ্ড ধকল যাচ্ছিল। শুটিং শুরুর আগে আমাদের সবাইকে শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকার প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা কোনো কাজেই আসেনি।’

 

সূত্র : পিংকভিলা

মন্তব্যসাতদিনের সেরা