ক্যাপ্টেন মার্ভেল : অভিনয়ে ব্রি লারসন, স্যামুয়েল এল জ্যাকসন, ক্লার্ক গ্রেগ। পরিচালনায় আনা বডেন ও রায়ান ফ্লেক। রাত ১১টা ৩০ মিনিট, স্টার মুভিজ।
গল্পসূত্র : মহাকাশের দুই মহাশক্তি ক্রি ও স্ক্রাল। দুই শক্তির লড়াইয়ের মধ্যে পড়ে অসীম ক্ষমতার অধিকারী হয় মার্কিন বিমানবাহিনীর পাইলট ক্যারল ডেনভার্স। কিন্তু অতীতের সব স্মৃতি হারিয়ে যায় তার। তার নতুন পরিচয় হয় পরাক্রমশালী ক্যাপ্টেন মার্ভেল।
মন্তব্য